skip to Main Content

আর্থিক সহায়তা

Category:

Description

আপনার গ্রামে বা শহরে নতুন লাইব্রেরি গড়ার উদ্যোগে যুক্ত হোন…

এটি আমাদের আলাদা এক উদ্যোগ। আমরা আমাদের সাধ্যের মধ্যে দেশব্যাপী লাইব্রেরি গড়ে তুলতে চাই। গ্রামে বা শহরে অবস্থিত উচ্চ-বিদ্যালয়ের সাথে যৌথভাবে আমরা যুক্ত হতে চাই লাইব্রেরি প্রতিষ্ঠায়। সেখানে যদি লাইব্রেরি থাকে তো ভালো, সেক্ষেত্রে আমরা আমাদের বই তাদের কাছে পৌঁছে দেব, তা না হলে নতুন লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেব। কিছু শর্ত তো থাকবেই। আমাদের সাথে থাকুন এবং এই উদ্যোগে নিজেকে যুক্ত করুন।

Select your currency
CAD Canadian dollar