skip to Main Content

উৎসাহী পাঠক ও লেখকের আড্ডায় আপনাকে স্বাগত...

আপনি বই পড়তে ভালোবাসেন। বই আপনার মনকে আলোড়িত করে। আপনি চান আপনার ভালো লাগা বইগুলো নিয়ে কিছু বলতে বা লিখতে। এখানে ওখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা করেও থাকেন। কিন্তু আপনার তৃপ্তি মেটে না, কারণ সেখানে আড্ডাটা ঠিক জমে ওঠে না। আমরাও ভূক্তভোগী। সেজন্যই এই আয়োজন। এই সাইটটি আপনার জন্যই বানানো। এখানে আপনার পছন্দের বইগুলো নিয়ে তুমুল আড্ডা হবে, সেই প্রতিশ্রুতি থাকছে। শুধু একটাই অনুরোধ, আপনি এর সদস্য হোন এবং আলোচনাকে বিষয়ের উপর রাখার চেষ্টা করুন। আর সদস্য হতে কোনো ফি দিতে হয় না। ভাবছেন আমাদের লাভ কী? লাভ যে কিছুই নাই, সেটা বলব না। তবে, সেটা বাণিজ্যিক না। লাভটা সাংস্কৃতিক, লাভটা বন্ধুত্বের। এ কে কি অর্থ দিয়ে পরিমাপ করা যায়?

নতুন কিছু? আরো জানতে চাইলে…

আমাদের বাছাইকরা বইগুলোর দিকে একবার তাকান। কোনোটিকে মনে ধরেছে?

হ্যাঁ, এ হচ্ছে বাছাই করা সেরাদের সেরা বই। অবশ্যই আমাদের বিবেচনায়। আপনার বিবেচনা মিলে যেতে পারে, নাও পারে। অসুবিধা নাই। আমরা আপনার বিবেচনাকে সন্মান করি, সমান গুরুত্ব দিয়ে তাকে উপস্থাপন করতে চাই। তো আমাদেরকে আপনি জানাতে পারেন আপনার কথা। তখন মাঝে মাঝে এখানকার তালিকা সংশোধন করব। এটা তো আপনার আর আমারই তালিকা। আর বাছাইকরা তালিকায় যদি না থাকে, তো ভেতরে অসংখ্য বই। সেখানে নিশ্চয়ই আপনার পছন্দের বইটিকে খুঁজে পাবেন।

Popular books

Health life

একুশ নম্বর সাক্ষী

একুশ নম্বর সাক্ষী

টনির আমেরিকা প্রত্যাবর্তন

টনির আমেরিকা প্রত্যাবর্তন

মেহেরুন

মেহেরুন

Shimul Tola O Anyanyo Golpo

Aroj Ali Matobbar

Base-23

DSC05974

DSC05973

DSC05972

Domer Madar-Matobring

Gangkumari

DSC05983

Bohe Joloboti Dhara

DSC05978

কীভাবে বই পড়া উপভোগ করব?

  • এটির জন্য সময় বের করুন।
  • সরল কথায় বলতে গেলে, আপনার পক্ষে গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য সময় বের করার দায় অাপনার।
  • আপনার জীবনযাত্রার সাথে মিলে, এমন বই পড়ার সেরা উপায়টি সন্ধান করুন।
  • পরবর্তীতে কি পড়তে চান তার একটি তালিকা রাখুন। 
  • সর্বদা আপনার সাথে একটি বই রাখুন। 
  • আপনি যা পড়েছেন তা লিখে রাখুন।
  • একজন বন্ধু খুজুন যে বই পড়তে ভালোবাসে।

আমাদের মতলব

এ হচ্ছে সংযুক্ত হওয়ার বা থাকার এক জায়গা। মতলব কীই বা হতে পারে। আপনি যদি লেখক হোন, তো আপনার লেখার সাথে পাঠকের সংযুক্তি ঘটবে, সেটাকে কীভাবে ব্যাখ্যা করা সম্ভব। আর যদি পাঠক হোন, তো অন্যের সাথে ভাবনাগুলোকে ভাগাভাগি করে নিতে পারবেন। ভাবনাজগতের কোথায় মিল, অমিলই বা কোথায়, সেই জানাগুলো কিন্তু অনেক দামি, সোনার চেয়েও দামি। অথচ কেনা-বেচার কিছু নাই। সবই ভাব বিনিময়।

পিছু ডাকে

এ হচ্ছে বারবার ফিরে আসার জায়গা। আপনার লেখা বা পড়ার অংশগুলোকে ভুলে যাওয়ার আগেই সংরক্ষণ করুন। খুব বেশি সময় খরচ করতে হবে না আসলে। কিন্তু দিনশেষে রত্নভাণ্ডারে যা সঞ্চিত হবে, তার দাম কিন্তু অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না।

কত স্মৃতিই তো হারিয়ে যায়। আর যা সাংঘাতিক চাপ চারিদিকে, তাতে করে কোনো কিছু কি মনে রাখা সম্ভব! তাই সময় পেলে লিখে ফেলুন। বিশ্বাস করুন, ফিরে আসতে ইচ্ছে করবে।

সদস্য হোন

আপনি যদি লেখক হোন তো লেখক হিসেবে, তা না হলে কেবল পাঠক হিসেবেও যুক্ত হতে পারেন আমাদের এই উদ্যোগের সাথে। আসল কথা হচ্ছে আলোচনায় অংশ নেয়া, আর তার জন্য সদস্য হিসেবে নিজেকে যুক্ত করুন।

  • এর সদস্য হতে কোনো চাঁদা লাগে না।
  • তবে, ডোনেশন করতে চাইলে সেটা আলাদা কথা।
  • আপনার ডোনেশন আমাদের বেড়ে উঠতে সহায়তা করবে।
আজই যুক্ত হোন

আপনার গ্রামে বা শহরে নতুন লাইব্রেরি গড়ার উদ্যোগে যুক্ত হোন...

এটি আমাদের আলাদা এক উদ্যোগ। আমরা আমাদের সাধ্যের মধ্যে দেশব্যাপী লাইব্রেরি গড়ে তুলতে চাই। গ্রামে বা শহরে অবস্থিত উচ্চ-বিদ্যালয়ের সাথে যৌথভাবে আমরা যুক্ত হতে চাই লাইব্রেরি প্রতিষ্ঠায়। সেখানে যদি লাইব্রেরি থাকে তো ভালো, সেক্ষেত্রে আমরা আমাদের বই তাদের কাছে পৌঁছে দেব, তা না হলে নতুন লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেব। কিছু শর্ত তো থাকবেই। আমাদের সাথে থাকুন এবং এই উদ্যোগে নিজেকে যুক্ত করুন।

হাতে হাত মেলান

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত থাকুন। সবাই জানুক...

আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব― সর্বত্র আছি এবং থাকবো।

নিচের আইকনে ক্লিক করে দেখে আসতে পারেন এবং চাইলে যুক্ত হতে পারেন।

তবে আর বিলম্ব কেন?
Select your currency
CAD Canadian dollar